-রাম-মন্দির নির্মাণ কাজ থমকে যাচ্ছে বার বার !
কৌশলে সমস্ত রকম আইনী জটিলতা কাটিয়ে মসজিদ ভেঙে মন্দির নির্মাণের পথ পরিস্কার করতে পারলেও প্রকৃতি কিন্তু ছাড়ছে না। শত্রুতার আক্রোশ ভেঙে ফেলা বাবরি-স্থলের মাটি কিন্তু পাল্টা শত্রুতা শুরু করেছে। এবার সামলা ঠেলা। নির্মাণ স্থলের নিচের নরম বেলেমাটি ও বহমান জলের তোড়ে ভেসে যাচ্ছে নির্মাণকাজ ! সুত্রের খবর তেমনই ! প্রকৃতির বাধা টপকে নির্মাণ কার্যে অগ্রসর হতে ঝাঁপিয়ে পড়েছে দেশের তাবড় প্রযুক্তিবিদেরা। কিন্তু সফল হওয়া নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।
আইআইটি, আইএনএনটি, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটসহ একাধিক বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের দল সমাধান-সুত্র পেতে তৎপর রয়েছেন।
দেখা যাক –বহু বিতর্কিত, বহু রক্ত-ক্ষয়, বাহু বল প্রদর্শন ও চাতুরির মাধ্যমে পেতে চাওয়া সাধের রাম-মন্দির তৈরীর শেষ ফলাফল!