অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, দাবি রঞ্জিত শুরের

এনবিটিভি ডেস্ক : ভোট পরবর্তীতে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়েছে। বিরোধী নেতা-কর্মীদের ঘরছাড়া করা হয়েছে। ঘরবাড়ি থেকে লুঠ করা হয়েছে। ভেঙে ফেলাও হয়েছে ঘড়বাড়ি । এমন ঘটনা ভোটের পর থেকে আজও ঘটে চলেছে। এমনই অভিযোগ তোলা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে।

 

সম্প্রতি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে দু-একটা এরকম ঘটনা ছাড়া তেমন কোনো খবর নেই।” এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠন এপিডিআর-এর সম্পাদকমন্ডলীর সদস্য রঞ্জিত শুর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মুখ্যমন্ত্রী মিথ্যে বলেছেন, দু-একটা নয়, এই ঘটনা অসংখ্য ঘটেছে। এমনকি এখনও ঘটে চলেছে। গ্রামাঞ্চলে বিরোধীদের উপর আক্রমন করে চলেছে।” এই নিয়েই ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রঞ্জিত।

Latest articles

Related articles