হরিশ্চন্দ্রপুরে মহিলা গ্রাহকদের ধাক্কা মারার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211117_145536

সেখ সাদ্দাম, মালদা: নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়া ও মহিলা গ্ৰাহকদের ধাক্কা মারার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের বারদোয়ারী এলাকার রেশন ডিলার গোপাল অগ্রবালের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে উঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

রেশন উপভোক্তাদের অভিযোগ, পোকা ধরা চাল এবং নিম্নমানের আটা দেওয়া হচ্ছিল, যা খাওয়ার অযোগ্য।বলতে গেলে ডিলার কোনো কর্নপাত করেনি।  এদিন লাইনে দাঁড়াতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। ৪০ জনের বেশি গ্রাহককে রেশন দেবেনা বলে সাফ জানিয়ে দেয় ডিলার গোপাল। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকরা।এমনিতেই মাসে একদিন বা দুদিনের বেশি দোকান খোলে না রেশন ডিলার। তার উপর এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ডিলার ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর