রাঙামাটি স্পোর্টস-জয়ী খাঁড়ো যুব সংঘের ছেলেদের সিভিকের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

এনবিটিভি ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের টুর্নামেন্ট রাঙামাটি স্পোর্টস । পূর্ব বর্ধমান জেলায় এই রাঙামাটি ফুটবল স্পোর্টস অনুষ্ঠিত হয় ২০১৭-১৮ সালে । জেলার অারো অন্যান্য স্থানেও খেলা হয়। কিন্তু ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বর্ধমানের স্পন্দন মাঠে। উপস্থিত ছিলেন মন্ত্রী, জেলাশাসক,পুলিশ সুপার ও বহু বিশিষ্টজন ।

এই ফুটবল টুর্নামেণ্টে জয়ী হয় দক্ষিণ মেমারি খাঁড়ো যুব সংঘের খেলোয়াড়েরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন টুর্নামেণ্ট-বিজয়ীদের প্রত্যেককে সিভিক ভলে ভলেন্টিয়ার চাকরিতে নিযুক্ত করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথা রেখেছেন । বিজয়ীদের সিভিক ভলেন্টেয়ারির চাকরি দিয়েছেন। মেমারি বিধায়ক নার্গিস বেগম খেলোয়ারদের সবরকম খেলার সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন।

ফলে খাঁড়ো যুব সংঘের সদস্যদের মধ্যে অানন্দের হুল্লোড় বয়ে যাচ্ছে । খাঁড়ো এলাকার বিজয়ী ফুটবলার প্রমোদ ভট্টাচার্য সিভিক ভলেন্টিয়ার্স চাকরি পেয়ে খুবই উচ্ছ্বসিত। দক্ষিণ মেমারি খাঁড়ো যুব সংঘের পক্ষ থেকে সেখ সবুরউদ্দিন, ডা. বিপ্লব চ্যাটার্জী, সেখ ইউসুফ, ডা. বাবু আরও অনেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

Latest articles

Related articles