অপসারিত কালিয়াচক-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

মালদা: উপ প্রধানকে অপসারণ করা হল কালিয়াচক-‌১ ব্লকের কালিয়াচক-‌১ গ্রাম পঞ্চায়েত থেকে। উপ প্রধান সাবিনা খাতুনকে অপসারিত করে নতুন উপ প্রধান হলেন সারিকা বিবি।

জানা গেছে, গত ২৫ আগস্ট সাবিনা খাতুনের বিরুদ্ধে অনাস্থা ডাকে বিরোধী তৃণমূল সদস্যরা। সোমবার দুপুরে তলবিসভায় ৯-‌৬ ভোটে জেতে বিরোধী সদস্যরা। মোট ১৫ আসনের এই গ্রাম পঞ্চায়েতে উপ প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অনাস্থা ডাকে বিরোধী সদস্যরা।

 

এ ব্যাপারে বিরোধী সদস্যদের মধ্যে মাসিদুর রহমান বলেন, ‘‌আমাদের আগের উপ প্রধান ছিলেন অযোগ্য একজন। কাজের কিছুই বোঝেন না। তারপর দলীয় সদস্যদের প্রতি অনীহা তাঁর। তাই অনাস্থা আনার পরিকল্পনা করি।’‌

Latest articles

Related articles