এনবিটিভি ডেস্ক: সিবিএসই পরীক্ষার দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হল। এ বছর মেধা তালিকা দেওয়া হয়নি। করোনা মহামারীর জন্য কয়েকটি পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় সংশোধিত মূল্যায়ণ প্রকল্প মেনে চলে সিবিএসইআই।
যেসব বিষয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পেরেছে, তাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাতিল বিষয়গুলিতে গড়ে নম্বর দেওয়া হয়েছে। করোনার জন্য গত ১৯ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে সিবিএসই-র সব বাকি পরীক্ষা পিছিয়ে যায়।
বোর্ডের তরফে ১৫ জুলাইয়ের মধ্যে দুই পরীক্ষার ফল ঘোষণা করার ইঙ্গিত দেওয়া হয়েছিল। অভিভাবকদের একটি দল ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষা বিবেচনা করে পরীক্ষা বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তারপরই পরীক্ষা বাতিলের পরামর্শ দিয়েছিল আদালত। বোর্ডকে তাদের মতামত জানাতে বলা হয়েছিল।
এরপরই সুপ্রিম কোর্টকে সিবিএসই জানায়, তারা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে। সোমবার সকালে অনলাইনে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়েছে। গতবারের তুলনায় এবার পাশের হার ৫.৩৮ শতাংশ বেড়েছে। এবছর পাশ করেছে ৮৮.৭৮ শতাংশ পড়ুয়া।
গতবারের সবচেয়ে বেশি পাশ কেরলের ত্রিবন্দ্রমে। দিল্লি এবং এনসিআরে পাশের হার ৯৪.৩৯ শতাংশ। ফল জানা যাবে cbse.nic.in , www.results.nic.in , www.cbseresults.nic.in এই তিন ওয়েবসাইটে।