পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিক্সাচালক মদন মিত্র

প্রতিদিনই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। এর প্রতিবাদ জানাতে রিক্সা নিয়ে রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। একটি হাতে টানা রিকশা টেনে কেন্দ্রের বিরুদ্ধে বলেন, ‘একদিকে একটি ভণ্ড দল সারাদিন মুখে রামনাম করছে আর তরোয়াল চালাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা রিকশাওয়ালাকে সওয়ারি সাজিয়ে নিজেরা রিক্সা চালাচ্ছে। এর থেকে ভালো কিছুই হতে পারে না। এটাই বাংলার ঐতিহ্য। কিন্তু এইভাবে জ্বালানির দাম বাড়লে বাসসহ কোন গাড়িই চলতে পারবে না। তখন ভরসা হবে এই রিকশা।তাই রিকশা চালিয়েই আমি প্রতিবাদ জানাচ্ছি। ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে রিকশাওয়ালা আমায় স্কুলে পৌঁছে দিত, তাঁকে রিকশায় চরিয়ে আমি টেনে নিয়ে যাব।’ খোশমেজাজে গানও শোনালেন মদন মিত্র। মানুষ আমাদের অনেক কিছু দিয়েছে।বরাবরই মদন মিত্র সোশ্যাল মিভিয়ায় খুব জনপ্রিয়।এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবারও।

Latest articles

Related articles