গোলাম হাবিব, মালদাঃ পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ও ট্রাফিক আইন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ট্যাবলো ও মিছিলের আয়োজন করল মালদা জেলা পুলিশ। রবিবার মালদা শহরের ফোয়ারা মোড় থেকে মিছিল ও ট্যাবলোর আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) আনিশ সরকার, ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস সহ পুলিশ আধিকারিক ও কর্মীরা। ছিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক সুমালা আগরওয়াল। ট্রাফিক আইন নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এদিনের মিছিলের আগ্রহের বিষয় ছিল জীবন্ত ট্যাবলো, যা পথচারীদের নজর কাড়ে।
Popular Categories