কুরুচির পরিচয় সাধ্বী প্রজ্ঞার! বললেন, রাহুলকে কোনো মেয়ে বিয়ে করতে চায় না

নিউজ ডেস্ক : মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে অভিযুক্ত এবং বিতর্কিত বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা আবার রাজনৈতিক অঙ্গনে নিজের নোংরা ভাষা ব্যবহার করে খবরের শিরোনামে। সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত প্রজ্ঞা বলেন, রাহুলকে কোন মেয়ে বিয়ে করতে চায় না।

শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে কোর্টে হাজিরা দেওয়া থেকে নিষ্কৃতি পাওয়া সাধ্বী প্রজ্ঞা ভোপালে একটি রাজনৈতিক জনসভায় যথারীতি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দগতে শুরু করেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতায় পরস্পরের বিরুদ্ধে কটাক্ষ বা অভিযোগ আনা নতুন কিছু নয়। কিন্তু কংগ্রেস দলকে আক্রমণ করতে গিয়ে রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অত্যন্ত অশালীন, অনভিপ্রত এবং কুরুচিকর ভাষা প্রয়োগ করেন তিনি। রাহুলের বিষয়ে প্রজ্ঞা বলেন, ” একবার কলেজ ছাত্রীদের প্রশ্ন করা হয়, তাঁরা কি এমন কাউকে বিয়ে করবেন? এটা শুনে মেয়েরা ওঁকে নিয়ে হাসাহাসি শুরু করে দিলেন। কোনও মেয়ে ওঁকে বিয়ে করতে চায় না। ওঁর কথা শুনলে বচ্চারাও হাসে। এমন মানুষও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। ইটালি থেকে নিজের সন্তানকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছে ওঁর মা। সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন৷ কিন্তু তাঁদের সেই যোগ্যতা থাকতে হবে৷ কৃষক ও সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা রয়েছে৷ কিন্তু কিছু দু’মুখো মানুষ বলছেন, সেনাবাহিনীর কোনও প্রয়োজনই নেই৷ যাঁর কোনও জ্ঞান নেই, সংস্কৃতি নেই, এমন একজন বিধর্মী এখন এইসব কথা বলছেন৷”

এর আগেও তিনি বারবার বিরোধী নেতা কর্মীদেরকে ব্যক্তিগত পর্যায়ে কুরুচিকর মন্তব্য করে নিজের কুরূচির পরিচয় দিয়েছেন। এর আগে তাকে বলতে শোনা গিয়েছিল, রাহুল গান্ধী এক বিদেশিনি গর্ভে জন্ম নিয়েছেন। সেই জন্য তিনি কখনোই দেশপ্রেমিক হতে পারবেন না। সাধ্বী প্রজ্ঞার এমন সব বিতর্কিত এবং কুরুচিকর মন্তব্যের তালিকায় আজকে এই মন্তব্য নবতম সংযোজন। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করতে দেখা গেছে নেট নাগরিকদের। অনেক বিজেপি বিরোধী ইন্টারনেট ব্যবহারকারী শান্তি প্রজ্ঞার এই মন্তব্যের জবাবে মোদির ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করেছেন।

Latest articles

Related articles