বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ- কর্মসূচির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে গোলাপবাগ ট্রাফিক অফিস এলাকায় জিটি রোডে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। যানবাহন নিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে আরো সচেতন করার জন্য বিভিন্ন সতর্কবার্তা লেখা ব্যানার নিয়ে এদিন সিভিক ভলান্টিয়াররা মিছিল করেন। পুলিশের পক্ষ থেকে এদিন পথ চলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এদিন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেকটর কুদরতে খুদা, ওসি সংগ্রাম মোহিতে সহ অন্যান্য অফিসারেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে সেহারা ট্রাফিক গার্ডের উদ্যোগে বাঁকুড়া মোড় থেকে বাদুলিয়া পর্যন্ত র্যালির আয়োজন করা হয়।