সম্মেলন জানানো হয়, ব্লকে দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার সুপার হিট
উজ্জ্বল দাস, আসানসোল: সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে রূপনারায়ণপুরে তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন।এই সাংবাদিক সম্মেলনের মুখ্য বিষয় হলো যে দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার প্রকল্পটির সালানপুর ব্লকে সাফল্য অর্জন করেছে।এই ব্লকের অন্তর্গত সাধারণ মানুষরা এই দুয়ারে সরকার থেকে বিভিন্ন সরকারি পরিকল্প গুলির সুবিধা অর্জন করেছে।বিশেষ করে রাজ্য সরকারের নতুন প্রকল্পটি লক্ষীর ভান্ডার।এই লক্ষীর ভান্ডার প্রকল্প টির জন্য মোট১১টি পঞ্চায়েতের মধ্যে ১৮হাজার ৫১৮টি ফর্ম ফিলাপ করা হয় যার মধ্যে ১৭ হাজার৬০টি আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানান সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি ও সহ সভা পতি বিদ্যুৎ মিশ্র।
তাছাড়া আজকের এই সাংবাদিক সম্মেলনে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মদক্ষ মোঃ আরমান বলেন এই ব্লকে উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে।এইবার প্রচুর কাজ হচ্ছে,বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় এবার সবাই বাড়িতে বসেই পানীয় জল পাবে তার কাজ শুরু হয়ে গিয়েছে এবং রাস্তা-ঘাট,লাইট প্রচুর পরিমাণে উন্নয়নমূলক কাজ হচ্ছে।তাছাড়া পূজার আগে দুটি রাস্তার সংস্কার করা হবে নর্দমা সহ যাতে রাস্তার মধ্যে জল না জমে।তাছাড়া তিনি আরো জানান ১৯শে সেপ্টেম্বর সালানপুর ব্লকের নান্দনিক হলে তৃতীয়বারের জন্য জয়ী বিধায়ক ও জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নিয়োগ হওয়ার জন্য বিধায়ক বিধান উপাধ্যায় কে সংবর্ধনা দেওয়া হবে
শুক্রবারের সাংবাদিক সম্মেলনে ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং বলেন যে এইবার জয়ের পর উন্নয়ন এবার ডবল পরিমাণে হচ্ছে,বিধায়কের নির্দেশ অনুযায়ী দেন্দুয়া থেকে লেফট ব্যাঙ্ক পর্যন্ত স্ট্রীট লাইটের কাজ দ্রুত শুরু করা হবে।তাছাড়া এইবারের দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকারে রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষীর ভান্ডারটি সুপার ডুপার হিট হয়েছে কিছু মহিলার খাতায় টাকা ঢুকতে শুরু হয়েছে আরো কাজ হবে কারণ উন্নয়নের আরেক নাম হলো তৃণমূল।