উইম্বলডনের প্রি-কোয়ার্টারে হেরে বিদায় সানিয়া-বোপান্না জুটির

না, এবার হলোনা। উইম্বলডনের মিক্সড ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটি। এর সঙ্গেই প্রতিযোগিতায় ভারতীয়দের অভিযান শেষ হল। প্রতিযোগিতার চতুর্দশ বাছাই স্লোভানিয়ার আন্দ্রেজা ক্লেপাক ও নেদারল্যান্ডসের জিন-জুলিয়ান রজারের বিরুদ্ধে তিন সেটের উত্তেজক লড়াইয়ে হারতে হল ভারতের জুটিকে। ফলে স্বপ্নভঙ্গ হলো ভারতেরও।

প্রথম সেটে সানিয়া-বোপান্নারা হারেন ৩-৬ ব্যবধানে। দ্বিতীয় সেটে ফিরে আসেন তাঁরা। ৬-৩ ব্যবধানে জিতে। তবে নির্ণায়ক সেটে ৯-১১ ব্যবধানে হারতে হয় ভারতীয় জুটিকে। ২ ঘণ্টা ৭ মিনিট চলে এই খেলা।

সানিয়াদের কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয় রামানাথন ও অঙ্কিতা রায়না জুটিকে। মহিলাদের ডাবলস থেকে আগেই ছিটকে গিয়েছিলেন সানিয়া। দ্বিবীজ শরনকে সঙ্গে নিয়ে ডাবলসেও হারতে হয় বোপান্নাকে। অলিম্পিক্সের আগে এটা ছিল সানিয়াদের শেষ প্রতিযোগিতা।

 

অলিম্পিক্সে অঙ্কিতার সঙ্গে ডাবলসে খেলবেন সানিয়া। আর বেশিদিন বাকিও নেই টোকিও অলিম্পিকের। ফলে হারের দুঃখ ভুলে প্রস্তুতি শুরু করবেন সানিয়া।

Latest articles

Related articles