নিউজ ডেস্ক : ক্ষমতায় আসীন গেরুয়া উগ্রবাদীদের প্রচ্ছন্ন মদতে উগ্র মুসলিম বিদ্বেষী উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভীর পবিত্র কোরআন শরীফের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কোরআন শরীফের ২৬ টি আয়াত বাতিল করতে চেয়ে তার করা রিট আবেদন খারিজ করে তাকে এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর এফ নরিমন।
সুপ্রিম কোর্ট তার করা এই আবেদনকে চরম নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করেছে। উল্লেখ্য ওয়াসিম রিজবী হিন্দুত্ববাদীদের প্রচ্ছন্ন মতে দেশে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টির জন্য “জঙ্গিবাদ সমর্থন করে” এই অভিযোগ তুলে পবিত্র কোরআন শরীফের ২৬ টি আয়াত বাতিল করতে চেয়ে রিট আবেদন করেন। এদিন সুপ্রিম কোর্ট তাকে প্রশ্ন করে, আপনি কি এই আবেদন করছেন? আপনি কি সত্যি এই আবেদন করছেন? তবে কুরআন শরীফের বিরুদ্ধে এই মামলা খারিজ হওয়ায় আপাতত স্বস্তির নিশ্বাস ফেলল কোটি কোটি মুসলমান যারা গত এক সপ্তাহ ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের কারণে ক্ষোভে ফুঁসছেন।