উত্তরপ্রদেশের স্কুলে ভারতকে হিন্দু রাষ্ট্র করার সপথ স্কুল পড়ুয়াদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

nnnnnnn

এনবিটিভি ডেস্ক: চাভাঙ্কাকে ২৯ ডিসেম্বর স্কুলে ভারতকে হিন্দু রাষ্ট্র পরিণত করার সপোথ গ্রহণ অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছে। যাতে দাবী করা হয়েছে, উত্তর প্রদেশের সোনভদ্রার একটি স্কুলের ছাত্ররা ভারতকে হিন্দু রাষ্ট্র করার সপথ গ্রহণ করছে।

সপথে তারা বলছে,” ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে লড়াই করতে হবে, প্রয়োজনে মারতে হবে এবং মরতে হবে। ” আরও বলে যেমন করেই হোক ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতেই হবে।

জানা গিয়েছে, স্কুল চলাকালীন পড়ুয়ারা ইউনিফর্ম পরে স্কুল মাঠে জড়ো হয়েছিল। স্কুল চত্বরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র করার সপথ নিয়েছে।

ঘটনা সূত্রে দেখাগিয়েছে, ভারতকে হিন্দু রাষ্ট্র পরিণত করতে স্কুল পড়ুয়াদের অভিভাবকরাও এ ধরণের সোপথ গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে এবং তাদের ও দাবি রেখেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর