টানা দুই ম্যাচে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠল স্কটল্যান্ড।
মঙ্গলবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে পাপুয়া নিউগিনিকে ১৭ রানে হারায় স্কটিশরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে ৬ রানে হারায় স্কটল্যান্ড।
মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে স্কটল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৮ রানেই অলআউট হয় পাপুয়া নিউগিনি। ১৭ রানে হেরে যায় নিউগিনি। এই পরাজয়ে তাদের বিশ্বকাপ শেষ হয়ে গেলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটনোর পরে এ বার মঙ্গলবার পাপুয়া নিউ গিনিকেও হারাল স্কটল্যান্ড। পরপর দু’ম্যাচ জিতে তারা বিশ্বকাপের সুপার টুয়েলভের দিকে এক পা বাড়িয়ে রাখল।