কৃষিবিল প্রত্যাহারের দাবীতে এসডিপিআই এর মিছিল ফারাক্কায়

নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এস ডি পি আই ও সংযুক্ত কিষান মোর্চা এর যৌথ উদ্যোগে  আজ সারা দেশব্যাপী আন্দোলনের ডাক দেয়।এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে এসডিপিআই । সমর্থনের অঙ্গ হিসেবে আজ ফারাক্কা থেকে সামশেরগঞ্জ এবং শেষে সুতির সাজুরমোড় পর্যন্ত একটি  মিছিলের আয়োজন করা হয় । 

Latest articles

Related articles