সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম মাধ্যামিক পরীক্ষার্থী !

পশ্চিম বর্ধমান,এনবিটিভি ডেস্কঃসড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে,পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের উপর কাঁকসার ডাকবাংলো মোড়ের কাছে।স্থানীয় সূত্রে জানা্,গেছে বুদবুদের দেবশালা থেকে মোটর সাইকেলে করে পানাগরে দার্জিলিং মোড়ে আসছিলো ওই পরীক্ষার্থী।আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায় দুই আরোহী।এরপর গুরুতর আহত হয় আমির চাঁদ মোল্লা নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।

জানা গিয়েছে, গুরুতর আহত ওই মাধ্যমিক পরীক্ষার্থী বুদবুদের দেব শালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকোড়া এলাকার বাসিন্দা। এবং দেবসালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।এবছর দেবসালা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে। আচমকাই মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গেলে গুরুতর জাখম হয় ওই পরীক্ষার্থী। এরপর স্থানিয়রা দ্রুত উদ্ধার করে ওই ছাত্রকে নিয়ে যায় প্রাথমিক পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।এরপর প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।আমির চাঁদ মোল্লা বর্তমানে সুস্থ রয়েছে এবং অপর এক বাইক আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা।পৌঁছে আহত ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে সময়মত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়।

Latest articles

Related articles