করোনার থাবায় হাওড়া শাখায় বাতিল কয়েকটি লোকাল ট্রেন,রেলমন্ত্রকের সাধারন মানুষের প্রতি বার্তা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Howrah-station

শিয়ালদহের পর এবার হাওড়া (Howrah)। করোনা ভাইরাসের (Coronavirus) ধাক্কায় এবার হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল হল মোট ২৮ টি ট্রেন। দ্রুতই কার্যকর হতে চলেছে এই সিদ্ধান্ত। এর আগে প্রায় ৫০ জন চালক, গার্ডের শরীরে ভাইরাস হানা দেওয়ায় সোমবার শিয়ালদহ শাখায় ২৯ টি ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছিল রেল। এবার হাওড়া শাখাতেও একই পরিস্থিতি। দৈনিক ট্রেন কমে যাওয়ার ফলে নিত্যযাত্রীরা চিন্তায় পড়লেন। তবে মহামারীর সংকটে রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা।

বাংলায় প্রতিদিন শিয়ালদহ, হাওড়ার একাধিক শাখায় বহু যাত্রী যাতায়াত করেন। লোকাল, প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা অজস্র। তা সত্ত্বেও যাত্রীদের ভিড়ের চাপ এত বেশি হয় যে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি ওঠে প্রায়শয়ই। তবে বঙ্গে দ্বিতীয়বার কোভিড-১৯ (COVID-19) সংক্রমণ থাবা বসানোয় সেই ভিড়ে অবিলম্বে লাগাম টানা দরকার বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই স্টেশন চত্বরে মাস্ক ব্যবহার, নিয়মিত স্যানিটাইজেশন, নিয়মভঙ্গে মোটা অঙ্কের জরিমানার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অবস্থায় ট্রেনের সংখ্যা কমানো আদৌ কতটা সুফল দেবে, তা নিয়ে চিন্তা থাকছেই। অনেকের আশঙ্কা, ট্রেন কমায় একই ট্রেনে ভিড় আরও বাড়বে।

এদিকে, পরপর দু’দিন শিয়ালদহ ও হাওড়া শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীমহলে আতঙ্ক ছড়িয়েছে। প্যাসেঞ্জার ট্রেন বন্ধ হয়ে যাবে, এমন গুজবও শোনা যাচ্ছে ইতিউতি। তবে রেলমন্ত্রক (Ministry of Railways) এ নিয়ে টুইটবার্তায় যাত্রীদের আশ্বস্ত করেছে। টুইটে জানানো হয়েছে, মহামারী পরিস্থিতিতে অযথা গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। প্যাসেঞ্জার ট্রেন কিংবা কোনও দূরপাল্লার ট্রেন বন্ধ হচ্ছে না। পরিষেবা স্বাভাবিকই থাকছে। তবে কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে ওঠার কথা বলা হয়েছে। অর্থাত্‍ ওয়েটিংয়ে যাঁরা রয়েছেন, তাঁরা অযথা ঝুঁকি নিয়ে যাতে ট্রেনে সফর না করেন, সেই পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের উদ্দেশে রেলমন্ত্রকের আরও বার্তা, স্টেশন চত্বরে শারীরিক দূরত্ব মেনে চলুন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর