জৈদুল সেখ, বহরমপুরঃ SSC-SSC-এর দুর্নীতির বিরুদ্ধে কলকাতায় SSC দপ্তরে SFI ও DYF -এর কর্মীরা আন্দোলনে নামেনI বুধবার কর্মীদের উপর পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল নাগাদ বিক্ষোভ সভার আয়োজন করা হয় মুর্শিদাবাদের ফরাক্কার জিগরি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।
এইদিন রাস্তার উপরে বসে প্রায় ১০ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় SFI ও DYFI -এর কর্মীরা। তারপর ফরাক্কা জিগরিমোর ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভ পথসভাও করে। এইদিন এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লকের DYFI -এর সম্পাদক হেমানশুশেখর সাহা, ফরাক্কার ব্লকে SFI সভাপতি শুভ্রনীল মিশ্র, সম্পাদক রাহুল হালদার সহ প্রমুখরা।