কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো পক্ষেই ভোট দিলেন না?
ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকে জোড়ালো হলো প্রশ্ন
লোকসভায় পাস হওয়া সংশোধিত ওয়াকাফ আইনের প্রতিবাদে চারিদিকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। গত বুধবারেও বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল আয়োজিত হয়েছে।

বীরভূমের বিভিন্ন জায়গায় যেমন মাড়গ্রাম, পাইকর, নলহাটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। বুধবার বিক্ষোভকারীরা ধীরে ধীরে ১৪ নং জাতীয় সড়কের কাছে নলহাটি বাস স্ট্যান্ড -এর কাছে চলে এল, খানিকক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক।
নলহাটির মিছিল থেকে বিক্ষোভকারীরা, বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায়কে কড়া প্রশ্ন করে। তাদের দাবি, কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো পক্ষেই ভোট দিলেন না? যদিও এ প্রশ্নের কোন সদুত্তর সাংসদের কাছ থেকে পাওয়া যায়নি।