ছোট ব্যবসা খেয়ে নিচ্ছে আমেরিকার ই-কমার্স:পীযূষ গয়াল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

2021-06-27T154446Z_1_LYNXNPEH5Q07A_RTROPTP_3_INDIA-ECOMMERCE_1624810140158_1624810149165

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল নাম না করে অ্যামাজন, ওয়ালমার্ট অধীনস্থ ফ্লিপকার্টের মতো অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থাগুলির উপরেতোপ দাগলেন। তাঁর অভিযোগ, শিকারি দৃষ্টি নিয়ে ভারতে ব্যবসা করছে আমেরিকার ই-কমার্স সংস্থাগুলি। ইচ্ছে করে কম দামে জিনিস বিক্রি করছে। তাতে দেশের অভ্যন্তরীণ ছোট ব্যবসাগুলি মার খাচ্ছে।

শনিবার একটি ভার্চুয়াল বৈঠকে ভারতে ব্যবসা করতে আসা আমেরিকার ই-কমার্স সংস্থাগুলির তীব্র সমালোচনা করেন গয়াল।

তিনি বলেন, ”একাধিক ই-কমার্স সংস্থা ভারতে ব্যবসা করতে এসেছে। কিন্তু নানা ভাবে এ দেশের আইনকে অবজ্ঞা করেছে তারা। এ নিয়ে একাধিক বার সংস্থাগুলির সঙ্গে কথা হয়েছে, বিশেষত আমেরিকার সংস্থাগুলি। কিন্তু বড্ড দম্ভ ওদের।”

তাঁর এই বক্তব্যের পর আবারও অ্যামাজন ফ্লিপকার্টের ব্যবসার পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর