‘গণতন্ত্রকে রক্ষা করতে জেগে উঠুন’ শিরোনামে সভা করল এসডিপিআই

এনবিটিভি, কলকাতাঃ গণতন্ত্রকে রক্ষা করতে জেগে উঠুন এই শিরোনামে সভা করল সোস্যাল ডেমোক্রাটিক পার্টি অফ ইন্ডীয়া। ২৬ জানুয়ারী দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে বাণিজ্য নগরী মুম্বাই শহরের একটি ইণ্ডোর হলে এই সভাটি অনুষ্ঠিত হয়।
এসডিপিআই এর দাবী, “দেশের গণতন্ত্র রসাতলে যাচ্ছে, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশের গণতন্ত্রকে দুর্বল করে চলেছে তারা। দেশের সংবিধানকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে অসম্মান করে চলেছে।”
এই অবস্থায় দেশবাসীর কাছে এসডিপিআই এর আবেদন তারা দেশকে রক্ষা করতে আওয়াজ তুলুন। দেশকে রক্ষা করতে এগিয়ে আসুন।

#SaveTheRepublic অনলাইন প্রচার অভিযান।


এদিনের এই আলোচনা সভায় বক্তব্য রাখেন এসডিপিআই এর কেন্দ্রীয় সভাপতি এমকে ফাইজি, এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহন করেন।
দলীয় নেতাকর্মী ছাড়াও এদিনের এই সভায় স্থানীয় সমাজসেবী, শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

Latest articles

Related articles