শচিন সাহুকে কংগ্রেসের প্রার্থী হিসেবে চাইছেন পাথারকান্দির জনগণ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200903-WA0059

এনবিটিভি ডেস্ক: এখনও আসাম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি নির্বাচন ঘােষণা কমিশনের পক্ষথেকে। ২০২১ এর মার্চ অথবা এপ্রিল মাসে হতে পারে রাজ্যের বিধানসভা নির্বাচন।এখন পর্যন্ত শাসক হােক বা বিরােধী দল কেউই ঘােষনা করেনি তাদের প্রার্থীর৷ জেলার প্রতিটি সমষ্টিতে কংগ্রেসের টিকিট প্রত্যাশীর সংখ্যা ২০১৬ এর নির্বাচন থেকে দ্বিগুণ। কংগ্রেস টিকিট প্রত্যাশী সংখ্যা মােটেও কম নয় বিজেপির দখলে থাকা পাথারকান্দি আসনে। তার মধ্যে পাথারকান্দির আসনটি উদ্ধারে মরিয়া বিরােধী দল করা নাম কংগ্রেস।আসনটিতে কংগ্রেসের প্রতিক চিহ্নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম টিকিট প্রত্যাশী প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক যুবনেতা শচিন সাহুকে কংগ্রেসের প্রার্থী হিসেবে চাইছেন পাথারকান্দির একাধিক দলীয় কর্মী সহ সমষ্টির জনগণ। বিগত দিনের কাজের খতিয়ান তুলে ধরে শচিনকেই দলীয় প্রার্থী করার জোরালাে দাবি পাথারকান্দি বাসীর। সামাজিক হাতিয়ার করে সভাপতি রিপুব বরার কাছে যুবনেতা শচিনের হয়ে আবেদন জানিয়েছেন অনেকেই। তাদের দাবি আগামী বিধানসভা নির্বাচনে পাথারকান্দি আসনে বিজেপি প্রার্থীকে আটকাতে শচিন সাহুর মতাে নেতা জনগনের প্রথম এবং শেষ ভরসা। তাই একুশের নির্বাচনে শচিনকে প্রার্থী করে গত নির্বাচনে কংগ্রেসের হাত ফসকে যাওয়া পাথারকান্দি আসনটি পুনরুদ্ধার করা হােক। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস কর্মী জানান শচিন একটি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা যুবক তার মা যমুনা রানী সাহু তিনবারের প্রাক্তন জেলা পরিষদ সদস্যা৷ পাথারকান্দিতে শচিনকে প্রার্থী করলে সমষ্টির উভয় সমাজের ভােটাররা দুহাত ভরে তাকে ভােট দেবেন বলে দাবি করেন ওই কংগ্রেস কর্মী। এক কথায় শচিন সাহুকে প্রার্থী করলে পাথারকান্দিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের জয় একপ্রকার নিশ্চিত, এমন-ই মত প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর