দক্ষিণ করিমগঞ্জের ডেউয়াকুড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতি!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200804-WA0016

এনবিটিভি: সুসংহত শিশু বিকাশ প্রকল্পের দূর্নীতি ও অনিয়মের তদন্ত করা এবং শিশু ও গর্ভবতী মায়েদের হাতে সুষম খাবার পৌঁছে দেওয়া নিশ্চিত করার দাবিতে সোমবার দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস আধিকারিক জাগৃতি কালোয়ারের হাতে স্মারকপত্র তুলে দিলেন একাংশ জনতা।জেলার বামপন্থী যুবনেতা বিশ্বজিৎ দাসের নেতৃত্বে ডেউয়াকুড়ি গ্রামের একাংশ যুবক স্মারকপত্র প্রদান করেন। পরে বিশ্বজিৎবাবু বলেন,অঙ্গনওয়াড়ি প্রকল্পে খাদ্যসামগ্রী বন্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে । ডেউয়াকুড়ি গ্রামে ৭ নং কেন্দ্রে শিশুখাদ্য বন্টনে অনিয়মের নির্দিষ্ট অভিযোগ রয়েছে । এব্যাপারে গত ১৩ জুলাই জেলা সমাজকল্যাণ আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আজ আইসিডিএস আধিকারিক জাগৃতি কালোয়ারের কাছে স্মারকপত্র তুলে দিয়েছেন তারা।কালোয়ার তাদের আশ্বস্ত করেছেন যে, তিনি বিষয়টি তদন্ত করবেন এবং শিশু ও গর্ভবতী মায়েদের সুষম খাবার পৌঁছে দিতে যথাযথ ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর