‘ভাষা ও চেতনা’ সমিতির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা

এনবিটিভি ডেস্কঃ ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে মানিকতলা খালপাড়ে ২৩১ জন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভাষা ও চেতনা পাঠশালায় কম্পিউটার, সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল বৃহস্পতিবার শিক্ষাব্রতী রোকেয়া শাখাওয়াতের জন্মদিনে।

উদ্বোধন করলেন বিশিষ্ট চিত্রপরিচালক কবি শতরূপা সান্যাল। নিজের মেয়ে দিশারীর বিয়ের টাকা থেকে অন্য মেয়েদের স্বনির্ভর করার জন্য অর্থ দেন বাচিকশিল্পী প্রণমি বন্দ্যোপাধ্যায়। নিজের বই ‘শনিবারের ছড়া’ বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দেন কবি প্রবীর ঘোষরায়। সেই টাকায় সেলাই ও এমব্রয়ডারি মেশিন কেনা হয়। কম্পিউটার দেন স্কাড সোসাইটির পক্ষে চিত্রনায়িকা ঋতাভরী চক্রবর্তী। বৃষ্টি উপেক্ষা এলাকার মহিলারা ভিড় করেন। ছাত্রছাত্রীরাও আসেন দলে দলে। ভাষা ও চেতনা সমিতির পক্ষে ড. ইমানুল হক বলেন, নিজের পায়ে দাঁড়ান মেয়েরা। কমবয়সে বিয়ে বন্ধ করতে স্বনির্ভর হওয়া খুব জরুরি। সেই কাজে সবার সহায়তা দরকার।

Latest articles

Related articles