রাজ্যে নিষিদ্ধ বাজি বিক্রি ও পোড়ানো, নির্দেশ কলকাতা হাইকোর্টের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201105-WA0008

এনবিটিভি ডেস্ক: এ বছর কালীপুজো কিংবা দীপাবলিতে পোড়ানো যাবে না বাজি, করা যাবে না আতশবাজির রোশনাইও। আজ এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বাজি পোড়ালে সমস্যায় পড়তে পারেন করোনা সংক্রমিত রোগীরা। তাই আসন্ন উৎসবে যাতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয় সে জন্য সরকারকে চিঠি দেয় চিকিৎসকদের পাঁচটি সংগঠন। একই আবেদন জানান বিঞ্জান মঞ্চের সদস্যরাও এবং খোদ মুখ্যমন্ত্রীও আবেদন জানান। হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলাতেই বাজি পোড়ানো বন্ধে রায় দেয় আদালত। বাজি বিক্রি বন্ধ করার দায়িত্ব পুলিশের বলেও রায় দেন বিচারক। দুর্গাপুজোর মতোই কালী, জগদ্ধাত্রী এবং কার্তিক পুজোয়ও মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণের নির্দেশও দেয় আদালত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর