কন্যাপুরে ডিএম অফিসে ২১ জনের হাতে তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড 

আসানসোল: আসানসোলের কন্যাপুরে জেলাশাসকের অফিসে 21 জনকে স্টুডেন্টস ক্রেডিট দেওয়া হলবু। ধবার পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে 21 জন পড়ুয়াকে স্টুন্ডেসস ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যে পড়ুয়াদের জন্য স্টুন্ডেসস ক্রেডিট কার্ড তৈরীর কথা ঘোষণা করেছিলেন। সেই মতো পশ্চিম বর্ধমান জেলায় এদিন 21 জন পড়ুয়ার হাতে স্টুন্ডেসস ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে। এই কার্ডের আগামী দিনে পড়ুয়ারা লোনের মাধ্যমে নিজেদের পড়াশোনা করতে পারবেন।এদিন এই স্টুন্ডেসস ক্রেডিট কার্ড পেয়ে খুশি সকলকেই।

Latest articles

Related articles