ছাত্রছাত্রীদের সুবিধার্থে শুরু করা হল ভ্রাম্যমান লাইব্রেরীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200902-WA0074

এনবিটিভি ডেস্ক: আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে কলেজের ছাত্র ছাত্রী দের জন্য শুরু হল ভ্রাম্যমান লাইব্রেরি ।অর্থাৎ লকডাউন ও করোনা আবহে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছাত্রী দের পড়াশোনাতে যাতে অসুবিধা না হয়, তাই একটি বাসে করে বই নিয়ে আসানসোলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বই দেওয়া ও নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।কলেজ সুত্রে জানা গেছে, ছাত্র ছাত্রী দের সাথে সামাজিক মাধ্যম ও মেল মারফত যোগাযোগ করে সময় ও স্থান জানিয়ে দেওয়া হচ্ছে ।সেই এলাকার ছাত্র ছাত্রীরা এসে সেই স্থান থেকে বই সংগ্রহ করছে ।আবার কেউ কেউ বই ফেরত দিয়ে অন্য বই নিয়ে যাচ্ছে ।এরকম ভাবে আসানসোলের চিত্রা মোড়, গোপালপুর সহ 5 টি জায়গায় বই দেওয়া ও জমা নেওয়ার কাজ চলছে। এতে করোনা আবহে ছাত্র ছাত্রী দের পড়াশুনা চালিয়ে যেতে সুবিধা হবে ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর