ভর্তি-গোলযোগ দেখা গেলো হাজরার যোগমায়া দেবী কলেজে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

jagmaya devi college

 

কলকাতা: কয়েক মাস পূর্বে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল হাতে পেয়ে একবুক আশা নিয়ে কলেজে ফর্ম ফিলাপ করে কিন্তু তাদের সব আশাতে জল ঢেলে দিলো বলে মনে করছে কলেজের সামনে বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা।সিলেক্টেড এসএমএস আসার পরেও তাদের ভর্তি নেওয়া হচ্ছেনা বলে অভিযোগ ছাত্র- ছাত্রীদের।
অভিযোগ কারিদের অভিযোগ, যেকোটা আসন সংখ্যা তার তিন- চার গুণ বেশী ছাত্র-ছাত্রীদের মোবাইলে সিলেক্টেড এসএমএস পাঠানো হয়।কেনো এমন করলেন কলেজ কর্তৃপক্ষ?এর পিছনেকি অন্যকোনো উদ্দেশ্য আছে?
কলেজের কর্তৃপক্ষ সাফাই দিলেন যে , সাধারণত প্রতি বছর আমরা যেকটা আসন সংখ্যা থাকে তার থেকে কিছু বেশি জনের কাছে এসএমএস পাঠই, কেননা ক্রমিক সংখ্যা অনুযায়ী প্রত্যেক ছাত্র-ছাত্রী ভর্তি হয় না।এই বছর যা আসন সংখ্যা তার থেকে অনেক বেশি সংখক ভর্তির আবেদন জমা পড়ে। এখন সমস্ত আসন পূর্ণ হয়ে গিয়েছে ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর