অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে বিক্ষোভ ছাত্রীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210821_152511

 

এনবিটিভি ডেস্ক: করোনা মহামারীর কারণে পরীক্ষা না হওয়ায় অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক উত্তীর্ণ হয় ৬৬৭ জন ছাত্রী। কিন্তু সরকার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ৪০০ আসন বেঁধে দিয়েছে। ফলে ২৬৭ জন ছাত্রী ভর্তি হতে পারছে না। স্কুল তাদের ভর্তির প্রতিশ্রুতি দিলেও প্রত্যেকদিন তাদের হয়রানি করা হচ্ছে। ফলে SFI এবং DYFI অরঙ্গাবাদ লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ দেখায় অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।

 

উপস্থিত ছিলেন DYFI অরঙ্গাবাদ লোকাল কমিটির সম্পাদক মো: তফিজুল ইসলাম, সভাপতি জাহাঙ্গীর সেখ- সহ SFI ও DYFI এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের তরফ থেকে জানানো হয়, অবিলম্বে সুতি ব্লকের সমস্ত ছাত্র-ছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তি না করলে তারা আগামী ২৬ শে আগস্ট বিডিও অফিসে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি করে বিডিওকে নির্দিষ্ট সময় বেঁধে দেবেন। বিডিও প্রতিশ্রুতি না দিলে সকল ছাত্র-ছাত্রীদের সংগঠিত করে তারা জাতীয় সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর