রবিবার থেকে নাটোরে মাস্ক না পড়লে জেল-জরিমানার ঘোষণা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_368310020897350

 

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ কোভিড-১৯ এর ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে নাটোরে সচেতনামূলক প্রচার অভিযান উপলক্ষে আলোচনা সভা, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় ঘোষণা করা হয় রবিবার থেকে মাস্ক না পড়লে জেল ও জরিমানা করা হবে। আজ বৃহস্পতিবার নাটোর শহরের প্রেসক্লাব এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরি জলি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। এ সময় বক্তারা বলেন, আগামী শীতের প্রকোপে করোনা সংক্রমণ বাড়ার আশংকা রয়েছে তাই সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মানতে হবে।

এছাড়া কোন ধরনের সরকারী বেসরকারি সেবা দেয়া হবে না। এছাড়া মাস্ক ব্যবহার না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর