
কেন্দ্রের ওয়াকফ আইন লাগু হতে না হতেই একের পর এক ওয়াকফ সম্পত্তিকে টার্গেট করা শুরু হয়ে গিয়েছে। মূলত বিজেপি-শাসিত রাজ্যগুলি অতিসক্রিয় হয়ে ওই কাজ শুরু করেছে। এমনকী রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তিগুলিকেও ছাড়ছে না তারা। আসলে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নিতেই এই আইন করা হয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ করে আসছিল সেটাই যেন নির্ভুল প্রমাণিত হচ্ছে। একমাত্র সুপ্রিম কোর্টের জন্যই সেই কাজে গেরুয়া বাহিনী একশো শতাংশ সফল হতে পারছে না।

তেমনই এক নজির ফের সামনে এলো। একের পর এক ওয়াকফ সম্পত্তিকে নিশানা করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। ওয়াকফ সম্পত্তিতে হওয়া মসজিদ-মাজারে বুলডোজার চালিয়ে দিচ্ছে তারা। আর এই কাজের জন্য এবার তাদের নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। কেন রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তিতে এভাবে বুলডোজার চালানো হচ্ছে তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। আসলে একটি আদালত অবমাননা মামলায় উত্তরাখণ্ড সরকারকে এই নোটিশ ধরিয়েছে সুপ্রিম কোর্ট।