যুক্তরাষ্ট্রের এক মালবাহী ট্রেন থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে সম্প্রতি এই ঘটনা ঘটেছে।লস অ্যাঞ্জেলস পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।গত সোমবার যুক্তরাষ্ট্রের পুলিশ কমিশনের কাছে লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের প্রধান মাইকেল মুর বলেন, লোকজন মালবাহী বগিগুলোতে ঢুকে পড়ে এবং বিপুল আগ্নেয়াস্ত্র লুট করে।তিনি বলেন, ‘শহরে সম্ভাব্য সহিংসতার উৎস হিসেবে এটি আমাদের উদ্বেগের কারণ।’এএফপির প্রতিনিধি লস অ্যাঞ্জেলসের কেন্দ্রে রেল লাইনে বিপুল পরিমাণে পরিত্যক্ত বাক্স পরে থাকতে দেখেন।যুক্তরাষ্ট্রে অনলাইনে অস্ত্র কেনার পর তা ডাকের মাধ্যমে পাঠানোর কোনো আইনগত বৈধতা নেই। তবে লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে তা গ্রাহকের কাছে পৌঁছানোর নিয়ম রয়েছে।
সূত্র : নয়া দিগন্ত