বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ মি-ডে-মিল কর্মীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

বিক্ষোভ মিছিল মি-ডে-মিল কর্মীদের।
বিক্ষোভ মিছিল মি-ডে-মিল কর্মীদের।

নদীয়া, সুরজিৎ, এনবিটিভিঃ  আজ বৃহস্পতিবার সকালে বেতন বৃদ্ধিসহ একাধিক দাবী দাওয়া নিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন। নদীয়া জেলার মিডে মিল কর্মীরা।

 বিক্ষোভ কারীদের  দাবি, তারা দীর্ঘ ১৭ বছর ধরে এই কাজ করে চলেছেন কিন্তু তাদের নূন্যতম পারিশ্রমিক দেওয়া হয় না। দিনে ৫০ টাকা মজুরি হিসাবে তাদের মাইনে দেওয়া হয়। তারা বলেন, বর্তমান বাজার মূল্যে তারা ওই টাকায় চালও কিনতে পারেন না। তারা উল্লেখ করে বলেন, যেখানে কেরালা, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্যে তাদের তিন থেকে চার গুন বেশী মাইনে দেওয়া হয়, সেইখানে এই রাজ্যে তাদের অবস্থা শোচনীয়।

তারা আরও দাবি করেন, প্রতিদিন আগুনের ধারে ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, কিন্তু তাদের কিছু হয়ে গেলে তার জন্য কোন বীমার ব্যাবস্থাও নেই। তাই তাদের  দাবি, তাদের সঙ্গে কোন দূর্ঘটনা ঘটলে পরিবারের কাউকে চাকরি দিতে হবে। গর্ভকালীন সময়েও তাদের কোনো ছুটির ব্যাবস্থা নেই। এইসব দাবি দাওয়া নিয়ে তাদের এই আন্দোলন।

তাদের অভিযোগ এর আগে বারবার প্রসাশনকে সমস্যার কথা বলেও কোন সুরাহা হয়নি তাই তাদের এই আন্দোলন।

তারা বলেন, তাদের এই দাবী মেনে না নিলে পরবর্তী কালে এর থেকেও বৃহত্তর আন্দোলন করবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর