নিউজ ডেস্ক : ইসরাইলের ডিমোনা শহরে এবার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়া। খবরটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী IDF । তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি । এই হামলার পর ইসরাইল সরোয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় বলে ইসরাইলের তরফ থেকে জানানো হয়েছে। তবে ইসরাইলের সব মিসাইল প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার সিরিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্র।
ডিমোনা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আবু ক্রিনাট গ্রামে সাইরেন বেজেছিল। ডিমোনাতেই ইসরায়েলের পরমাণু রিঅ্যাকটর আছে। তবে এই রিঅ্যাকটর নিয়ে ইসরায়েল বরাবরই চরম গোপনীয়তা বজায় রাখে। তা থেকে অনেকেরই ধারণা, এটা আসলে ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পের কেন্দ্রস্থল।
সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে সিরিয়া কর্তৃক ছোঁড়া মিসাইলটি এসএ ৫। সাম্প্রতিক সময়ে ইসরাইল এবং ইরানের মধ্যে সম্পর্ক উত্তেজনা পূর্ণ। তাই এই হামলার পিছনে ইরানের উস্কানি আছে বলে মনে করছেন ইসরাইলের সামরিক বিশেষজ্ঞরা। কয়েক দিন আগেও ইসরাইলের এক মিসাইল স্থাপনার কাছে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে।