সেমিস্টার ফিস্ নিয়ে আন্দোলনে নামতে চলছে আলিয়ার পড়ুয়ারা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201102-WA0011

এনবিটিভি: কঠিন মহামারীতেও আলিয়ার কর্তৃপক্ষ সেমিষ্টার ফিস্ ছাড়ছেন না। যেখানে অনেক বেসরকারি স্কুল কলেজ 30% এর উপরে ফিস্ মুকুব করে দিয়েছে সেই যায়গায় দাড়িয়ে আলিয়ার ফিস্ বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিএড বিভাগের ছাত্র জয়রাব হোসেন বলেন আমাদের সেমিস্টার ফি 4760 টাকা নেওয়া হচ্ছে যা পূর্ববর্তী সেমিস্টারের থেকে বেশি। প্রসঙ্গত বলার বিষয় যে দূর দূরান্ত থেকে আগত গ্রামীণ দরিদ্র ঘরের ছেলে মেয়েরা আলিয়ার সিংহভাগ পড়ুয়া, তাঁরা কি করে এই ফিস্ মেটাবে ?

মহামারীর কবোলে পড়ে যেখানে অনেক মানুষের খাবারের যোগান মুশকিল। কোথা থেকে দেবে এই টাকা, তাই ফিস্ মুকুব না হলে আন্দোলনের পথ বেছে নেবে বলে জানিয়েছে ছাত্র ছাত্রীরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর