নিউজ ডেস্ক : আমতা গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সংসদ ভবনের বাইরে বাংলার সাংসদদের নিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর সময় কন্যাশ্রী বানান ভুল করে বিতর্কের কেন্দ্রে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের আপামর বাঙালি থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস সবাই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষের ভাষা জ্ঞানকে। কিন্তু এবার তাকে আক্রমণ করলেন নিজেরই দলের নেতা তথাগত রায়। তথাগত রায় স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় একেবারে সোজা সাপ্টা দিলীপ ঘোষ কে উদ্দেশ্য করে বলে দিলেন ‘মূর্খের অশেষ দোষ’। তাতা গতরে আক্রমণের পারেন নেটদুনিয়ায় আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে। অনেকে এ ব্যাপারে দিলিপের কোন হাত নেই বলে সাফাই দেওয়ার চেষ্টা করলেও নেট নাগরিকদের প্রশ্ন যে ব্যানার হাতে বিক্ষোভ দেখাতে গিয়েছেন মেদিনীপুরের সাংসদ তা দেখে নেওয়া কি তার নিজ দায়িত্বের মধ্যে পড়ে না।
দিলীপের পোস্টারে লেখার কথা ছিল, কন্যাশ্রী (Kanyashree) চাই না, নারী সম্মান চাই। তবে পোস্টারের বানানেই ঘটল যত গণ্ডগোল। কন্যাশ্রীর পরিবর্তে লেখা হল “কন্নাশ্রী”। ‘ই’-এমনভাবে লেখা হল যে বর্ণ দেখে তা বোঝাই দায়। বানান দেখে চোখ কপালে ওঠার জোগাড় নেটিজেনদের। এই ইস্যুটিকে হাতিয়ার করেছে তৃণমূলও। দিলীপ ঘোষকে খোঁচা দিয়েছে শাসকদল। এবার বানান বিভ্রাটের ঘটনায় উষ্মাপ্রকাশ করলেন তথাগত রায়। তিনি টুইটে লেখেন, “এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, “মূর্খের অশেষ দোষ।” পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা যাচ্ছে না!”