Monday, April 21, 2025
34 C
Kolkata

কংগ্রেসমুক্ত ভারত মিশনে বিজেপি-র সাফল্য, এবার পঞ্জাব দখল আপের

এনবিটিভি ডেস্কঃ আজ সকাল আট থেকে পাঁচ রাজ্যের ভোট গণনা শুরু হয় যথা, উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুর। সকাল থেকে ভোট বাক্স খোলার পরেই গেরুয়ার ঝড় দেখা গিয়েছিল। বেলা শেষে তা বাস্তবায়ন হল গেরুয়া পাঁচ রাজ্যের মধ্যে চার দখল করে। ৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসক দলের হাতে চলে গেল। অন্যদিকে পঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে কেজরিওয়াল মডেল সরকার দখল করে নিল।

গতবারের থেকে বিজেপির সামান্য আসন কমেছে। ২০১৭ সালে উত্তরপ্রদেশ ৪০৩ টির মধ্যে ৩১২ টি কেন্দ্রে জয় লাভ করেছিল, এবার যদিও ২৭০ টির কাছা কাছি থাকতে পারে। তবে উত্তরপ্রদেশে বিপুল জয়ের পথে বিজেপি। তাতে উচ্ছ্বাসে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। লখনউয়ে জয় উদযাপন গেরুয়া শিবিরের।

মেজরিটি ফিগার পার করার পরেই উত্তরপ্রদেশের হবু দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকল ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ বিজেপি দেশের মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। দেশপ্রেম, নিরাপত্তা, বিকাশের উপর ভর করেই জয় এসেছে।”

ধন্যবাদ ভাষণের পরেই যোগীর ‘জয় শ্রী রাম’ পুরান রীতি দেখা যায়। যদিও অনেক বিশেষজ্ঞ মনে করছেন, হিন্দুত্ববাদকে হাতিয়ার করে গেরুয়া শিবিরের এই সাফল্য। তবে কংগ্রেসের পরাজয়কে মেনে নিতে পারছেন না জাতীয় কংগ্রেসের উঁচু স্থানীয় নেতারা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেন, “জনগণের রায় বিনীতভাবে মেনে নিন। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। সমস্ত কংগ্রেস কর্মী এবং স্বেচ্ছাসেবকদের তাদের কঠোর পরিশ্রম এবং উত্সর্গের জন্য আমারা কৃতজ্ঞ। আমরা এ থেকে শিক্ষা নিয়ে ভারতের জনগণের স্বার্থে কাজ করে যাব। সকল নতুন নির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা।”   

বহরে ‘ডবল’ হল সমাজবাদী পার্টি জোট। তাও বিজেপিকে রুখতে পারল না অখিলেশ যাদবরা। প্রাথমিক ট্রেন্ডে ইতিমধ্যে উত্তরপ্রদেশে এককভাবে ‘ম্যাজিক ফিগার’ পার করে গিয়েছে বিজেপি। ক্রমশ ‘ট্রিপল সেঞ্চুরির’ দিকে এগোচ্ছে। সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দলের জোট সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। তবে কার্যত সরয়ূ নদীতে ভেসে গিয়েছে কংগ্রেস এবং বিএসপি। প্রথমবার বিধানসভা নির্বাচনে নেমেই ছক্কা মারলেন যোগী আদিত্যনাথ। নিজের গড় গোরখপুর সদর থেকে ৫০,০০০-এর বেশি ভোটে জিতলেন তিনি।

এদিকে গোয়ায় সরকার গড়বে বিজেপি সমর্থন করবে তৃণমূলের জোটসঙ্গী এমজিপি, দাবি বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। শরিকের দায় নেব না, জানাল তৃণমূল।

সন্ধ্যা ৭ পর্যন্ত ভোটের ফলাফল হল-

উত্তরপ্রদেশে ৪০৩ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ২৬৮ টি, সমাজবাদী পার্টি ১৩০ টি, বিএসপি ১ টি, কংগ্রেস ২ টি এবং অন্যান্য ২ টি।

পঞ্জাবে ১১৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আম আদমি পার্টি ৯২টি, কংগ্রেস ১৮টি, বিজেপি ২ টি, এসএডি ৪ টি এবং অন্যান্য ১ টি।

উত্তরাখণ্ডে ৭০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ৪৮ টি, কংগ্রেস ১৮টি এবং অন্যান্য ৪ টি।

গোয়ার ৪০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ২০ টি, কংগ্রেস ১২ টি, তৃণমূল ২ টি, আম আদমি পার্টি ২ টি এবং অন্যান্য ৪ টি।

 মণিপুরে  ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ৩২ টি, কংগ্রেস ৪টি এবং অন্যান্য ২৪ টি।

Hot this week

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

চিনের সঙ্গে রেকর্ড বাণিজ্য ঘাটতি—ভারতীয় বাজারে বিপদ আমদানি বৃদ্ধির ঢেউ!

চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি দিন দিন বেড়েই চলেছে।...

মুর্শিদাবাদে হিংসার আগুনে জনরোষ: “লক্ষ্মীর ভাণ্ডার নয়, চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ”” জানালেন স্থানীয় মহিলারা

মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আজ ধুলিয়ান, বেতবোনা...

Topics

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

ভূমিকম্পে কাঁপল উত্তর-পূর্ব, আতঙ্কে দিন শুরু নাগরিকদের

পৃথিবীর ভূত্বকের পরিবর্তনশীল প্রকৃতি কখন যে কোন অঞ্চলে প্রাকৃতিক...

আদালতের নির্দেশে ভাঙল নির্মাণ, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার

নির্মাণ সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগে মধ্যমগ্রামে এক ব্যক্তির বাড়ি ভাঙল...

Related Articles

Popular Categories