আসানসোলের খনি থেকে উদ্ধার ১৮ বছরের ওই তরুণীর দেহ

আসানসোলঃ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সামডী খোলামুখ খনি থেকে উদ্ধার এক স্কুলছাত্রীর দেহ। ওই ছাত্রীর বাবা বরুন বাউরি বলেন, বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে দোকানের জিনিস আনার কথা বলে সাইকেল নিয়ে বার হয় সে। কিন্তু অনেক খোজাখুঁজির পর না মেলায় সালানপুর থানার সামডী পুলিশ ক্যাম্পে অভিযোগ জানান পরিবারের লোকেরা। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ইসিএল-এর ডাবর খোলামুখ খনি থেকে ১৮ বছরের ওই তরুণীর দেহ উদ্ধার হয়। তার সাইকেলের খোঁজ এখনও মেলেনি। দুর্ঘটনা নাকি অন্য কোন কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।

 

Latest articles

Related articles