সুরজিৎ দাস, নদীয়া:নর্দমা থেকে সদ্যজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হলো নদীয়ার নবদ্বীপে।
সোমবার সকালে নবদ্বীপ পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া রোড এলাকার একটি নর্দমার মধ্যে শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার আচার্য ও শহর নবদ্বীপ থানার পুলিশ কর্মীরা।
এরপর শিশুটিকে নর্দমা থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এলাকার কাউন্সিলর স্বপন কুমার আচার্য্য বলেন “এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মানুষ ভুল করে আর তা শোধরানোর জন্য এই পাশবিক ঘটনা ঘটায়”।