মালদা: প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগে এক যুগলকে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, এদের দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। অভিযোগ এদিন সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগের ১০ তলায় অশ্লীল আচরণ করেছিল এক যুবক এবং এক মহিলা। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের হাতেনাতে ধরে ফেলে। এরপর হাসপাতাল পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয়। জানা যায়, পরে ওই যুগলকে ইংরেজবাজার থানার পুলিশ আটক করে নিয়ে যায়।