বিতর্ক এড়াহে সিংহের নাম বদলের প্রস্তাব আদালতের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_2

‘বিতর্ক’ এড়াতে ‘সীতা’ নামের সিংহীর নাম পরিবর্তনের জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে বিবেচনা করতে বলেছে কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানায়, সীতাকে হিন্দু ধর্মে শ্রদ্ধা করা হয়। সেই দিকটি লক্ষ্য করে যেন নামটি বিবেচনা করা হয়।

এর আগে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে আনা দুটি সিংহের একটির নাম ‘সীতা’ ও ‘আকবর’ রাখা হয় দাবি করে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে যায় বিশ্ব হিন্দু পরিষদ।

হিন্দুত্ববাদী গোষ্ঠী সীতার সাথে আকবরের জুটি বাঁধার প্রতিবাদ করে বলে, আকবর একজন মুঘল সম্রাট। মহাকাব্য রামায়ণে সীতা একজন হিন্দু দেবী।

বিশ্ব হিন্দু পরিষদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য মৌখিকভাবে বলেন, “কে দিয়েছে এই নাম? সীতা ও আকবরের নামে সিংহের নাম রেখে বিতর্ক তৈরি করবেন কেন? এই বিতর্ক এড়ানো উচিত ছিল। আকবরের নামে সিংহের নামকরণও সমর্থন করি না।  তিনি অত্যন্ত দক্ষ ও মহৎ মুঘল সম্রাট ছিলেন। অত্যন্ত সফল ও ধর্মনিরপেক্ষ মুঘল সম্রাট ছিলেন তিনি। যদি ইতিমধ্যেই নামকরণ করা হয়, তবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উচিত এটি বদলে ফেলা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর