এনবিটিভি ডেস্ক: হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রাম পঞ্চায়েতের তালশারি এলাকার কাটন কারখানার পাশে জলনিকাশি খালের আবর্জনার মধ্য থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃত ব্যাক্তির নাম না জানা গেলেও তিনি বিহারের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন ওই কারখানার গাড়িচালক।
জানা গিয়েছে, বুধবার সকালে ওই কারখানার পাশের খালে মৃত চালককে ভেসে থাকতে দেখেন এলাকাবাসীরা। পুরো এলাকায় জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বাগনান জুড়ে। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। অতঃপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।