মানবাধিকার সংগঠন রবিবার বন্দীমুক্তি কমিটির দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ভাঙ্গড় থানার তালদিঘি মাদ্রাসাতে। গত ১৩ ডিসেম্বর রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক সুজাত ভদ্র, ছোটন দাস, মাওঃ আনোয়ার হুসেন কাশেমী, হোসেন গাজী, ভানু সরকার, বিশ্বনাথ মন্ডল সহ প্রমুখ।
এদিনের এই সভায় উদ্বোধনী ভাষণ দেব সুজাত ভদ্র। এছাড়াও মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন সুজাত ভদ্র, ছোটন দাস সহ অন্যানরা।
এদিনের এই সভা থেকে ৩০ জনের দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটি গঠন করা হয়।
সভাপতি রঞ্জিত নস্কর, কার্যকারী সভাপতি সুভাষ জানা, সহ সভাপতি ইরফান সিং, মাওলানা আনোয়ার হুসেন ও হোসেন গাজী, যুগ্ম সম্পাদক বিশ্বনাথ মন্ডল ও হাবিবুল্লাহ লস্কর, সহ সম্পাদক প্রশান্ত মন্ডল, অভিজিৎ মন্ডল, এনামুল ইসলাম ও তুহিন রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সাজাহান গাজী।