শেষমেশ নীরবতা ভাঙলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়ে দিলেন, সময়ই শেষ কথা বলবে. বিদায়ী প্রেসিডেন্টের কথায় জল্পনা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201114-WA0003

এনবিটিভি: জনতার রায়ে তিনি হেরেছেন,তবে হার স্বীকার করেননি। নির্বাচনের ফল বেরোনোর এক সপ্তাহ পর নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হেঁয়ালিপূর্ণভাবে বলেন, সময়ই শেষ কথা বলবে।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে গোহারান হেরেছেন রিপাব্লিকান প্রার্থী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প. তারপর ভোটে কারচুপির অভিযোগে সরব হয়েছেন তিনি. হোয়াইট হাউসের দখল ছাড়বেন না বলেও জানিয়ে দেন. যদিও স্ত্রী এবং জামাই তাঁকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দেন. তারপরেও ক্ষমতা হস্তান্তর করবেন, এমন কোনও ইঙ্গিত তিনি দেননি. উল্টে, দিন দুয়েক আগে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেছিলেন, জানুয়ারির 20 তারিখে ক্ষমতা হস্তান্তর হবে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের হাতে. বিদায়ী প্রেসিডেন্ট যে পরাজয় মেনে নেননি, তা পম্পেওর কথাতেই স্পষ্ট. হোয়াইট হাউসে তিনি বলেন, যাই হোক ভবিষ্যতে আমি আশাবাদী. কে জানে কার প্রশাসন আসছে. সময়ই শেষ কথা বলবে.

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর