উজ্জ্বল দাস, আসানসোল: ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি হয়েছে, সেনরালে রোডে ADDA গেস্ট হাউসে বলেন মন্ত্রী মলয় ঘটক।
ডিভিসি জল ছাড়ার কারনে এই অবস্থা হয়েছে।আসানসোলের সেনরালে রোডের ADDA এর গেস্ট হাউসে একথা জানান আইন ও পূর্তমন্ত্রী মন্ত্রী মলয় ঘটক।জানা গিয়েছে, বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার আসানসোলের ADDA এর গেস্ট হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এদিনের বৈঠকে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক, বিপর্যয় মোকাবিলা দফতরে মন্ত্রী জাভেদ খান, আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।
এদিনের বৈঠকের মাধ্যমে বন্যা পরিস্থিতির নিয়ে আলোচনা করা হয়েছে।এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, ডিভিসির জল ছাড়ার জন্য এই অবস্থা হয়েছে।