
প্যালেস্টাইনের পাশে বাম শিবির। যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর হওয়া সত্ত্বেও, যুদ্ধের নিয়ম না মেনে ক্রমাগতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইজরাইল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইজরাইল।

বোমা ক্ষেপণাস্ত্র গুলির আঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ও গাজা সংলগ্ন বিভিন্ন এলাকা। ইজরায়েলের গণহত্যায়, মাত্র ১ সপ্তাহের কম সময়ের মধ্যে গাজায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩৪। যার মধ্যে কম করে ২৫০ জন শিশু যুক্ত রয়েছে। ইজরায়েলের এই নিষ্ঠুর ধ্বংসলীলায় একের পর এক নষ্ট হচ্ছে, স্কুল-কলেজ, হাসপাতাল, এমনকি সাধারণ মানুষের জনবসতিও।

এরই তীব্র প্রতিবাদ জানিয়ে অবশেষে পথে নামল বামেরা। সোমবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে এন্টালি মার্কেট পর্যন্ত, ইজরাইলের নিষ্ঠুর অত্যাচারের প্রতিবাদে একটি মিছিলের সংগঠিত করে সিপিআইএম। দলে-দলে বহু সাধারণ মানুষ এই ধিক্কার মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।