দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি, আহত চালক, খালাসি

উজ্জ্বল দাস, দুর্গাপুর: দুর্গাপুর সিটি সেন্টারে দু নম্বর জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি উল্টে আহত হলেন লরির চালক ও খালাসী।

জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কয়লা বোঝাই একটি লরি আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দু নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে উল্টে যায়। অল্পের জন্য রক্ষা পাযন লরির চালক ও খালাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত লরি চালক ও খাসিকে উদ্ধার করে।
দুর্ঘটনার জেরে দুই নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ পৌঁছে গিয়ে চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে অন্যত্র সরানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Latest articles

Related articles