এনবিটিভি, ক্যানিং: মঙ্গলবার সকালে ক্যানিং ঝারোর মোড়ে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও শুভ সূচনা হল ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’এর।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ড: নুর ইসলাম মীর। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক, অঞ্চল ও বুথ লেভেলের স্থানীয় নেতৃত্ব বৃন্দ। এই ফাউন্ডেশন এর কর্ণধার শওকত মোল্লা বলেন, এই মানব কল্যাণ ফাউন্ডেশন সর্বদা মানুষের পাশে থাকবে। সর্বদা অসহায়, গরীব দুঃস্থ মানুষদের সাহায্য করার জন্য তৈরী করা হয়েছে এই ফাউন্ডেশন। আরও অন্যান্য সমাজ সেবা মূলক কাজ করা হবে এই ফাউন্ডেশন এর মাধ্যমে।
অনুষ্ঠান শেষে দুঃস্থ ও গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়।