বিধায়ক কাপ অনুষ্ঠিত হল দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন ফুটবল ময়দানে

এনবিটিভি ডেস্ক: বিধায়ক কাপ অনুষ্ঠিত হলো দুর্গাপুরের গ্যমন ব্রিজ সংলগ্ন ফুটবল ময়দানে। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই এর উদ্যোগে এ দিন দুর্গাপুরের যেমন ব্রিজের মাঠে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির জেলা নেতৃত্ব। তবে এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এলাকার তরুণ যুবকদের মধ্যে ফুটবল খেলার প্রতি উৎসাহ বাড়ানোর জন্য এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়।

Latest articles

Related articles